টিসিবি ও ভোক্তা অধিদপ্তরের সবার ছুটি বাতিল

প্রকাশ | ২৪ মার্চ ২০২০, ২২:৩৭ | আপডেট: ২৪ মার্চ ২০২০, ২২:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখাসহ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সকল কর্মকর্তা ও কর্মচারীর সবধরনের ছুটি বাতিল করা হয়েছে।

 

মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখতে টিসিবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সকল কর্মকর্তা ও কর্মচারির সবধরনের ছুটি বাতিল করা হয়েছে।

এদিকে বিশ্ব জুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিস্তার রোধে সোমবার দেশে ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে। এই সময়ে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। তবে হাসপাতাল ও জরুরি সেবা খোলা থাকবে। পুলিশি সেবাও থাকবে। আর পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে মাঠে থাকবে টিসিবি ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

ঢাকাটাইমস/২৪মার্চ/কারই/ইএস