করোনা: সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইস
| আপডেট : ২৫ মার্চ ২০২০, ১০:১৩ | প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ০৮:১৮
ফাইল ছবি

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আজ বুধভার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে।

সম্প্রচারের সময় এখনো নির্ধারণ করা হয়নি। তবে সন্ধ্যা ৭টায় তা সম্প্রচারিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী তার ভাষণে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিকারে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে দেশবাসীকে আশ্বস্ত করবেন। এ ছাড়াও দেশবাসীর প্রতি পালনীয় কিছু নির্দেশনা তুলে ধরবেন।

গত রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর এই ভাষণের কথা জানান।

প্রধানমন্ত্রী এর আগে গত ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে উৎপত্তি হওয়া ভয়ংকর ভাইরাস করোনা এখন সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ১৮ হাজারের বেশি মানুষের প্রাণ ইতিমধ্যে কেড়ে নিয়েছে। আর আক্রান্ত হয়েছে চার লাখের বেশি মানুষ।

বাংলাদেশও এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৯ জন। আর মারা গেছেন চারজন। এই ভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশবাসীকে রক্ষার জন্য সাধারণ ছুটি ঘোষণা, সেনাবাহিনী মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।

(ঢাকাটাইমস/২৫মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সামরিক মহড়ায় বাংলাদেশে আসছে চীন আর্মি, নজর রাখছে ভারত

বাংলাদেশে বৃষ্টির নামাজের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোকে সহায়তার আহ্বান

রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস

উপজেলা নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ইসির

‘পৃথিবীর কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি পারফেক্ট নয়’  

ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল ব্যবহার বন্ধ না হওয়ায় উদ্বেগ

কৃষির সব স্তরে উন্নত প্রযুক্তি আবশ্যক: স্থানীয় সরকারমন্ত্রী

ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা কঠিন হলেও অসম্ভব নয়: রাষ্ট্রদূত

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :