কানাইপুরে আগুনে পুড়ে ছাই ২০ দোকান

ফরিদপুর প্রতিনিধি
| আপডেট : ২৫ মার্চ ২০২০, ০৯:১২ | প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ০৯:১১

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে জুতা পট্টিতে আগুন লেগে অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিনগত রাত ৯টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তারা জানায়, আগুনে প্রায় ২০ থেকে ২২টি ব্যবসায প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। তার মধ্যে রয়েছে কয়েকটি জুতার দোকান, কসমেটিকসের দোকান, হার্ডওয়ারের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, ওষুধের দোকান, চাউলের গোডাউন সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান।

ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডের এই ঘটনায় তাদের দেড় থেকে দুই কোটি টাকার মাল জিনি পুড়ে নষ্ট হয়ে গেছে।

রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ফরিদপুর সদর, মধুখালী, সালথা উপজেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সদস্য, আনসার বিডিপি ও স্থানীয় জনগণ নিরলস ভাবে কাজ করে।

এ সময় খবর পেয়ে ছুটে আসেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ. আলিমুজ্জামান, সদর ইউএনও মো. মাসুম রেজা, ফায়ার সার্ভিসের এডি, কোতোয়ালি থানার ওসি, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন, বাজারের ব্যবসায়ীরা ও স্থানীয় জনগণ।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, ‘দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। কিন্তু তার আগে দেড় থেকে দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি জানান।

ঢাকাটাইমস/২৫মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :