অন্তরীনের দিনে আপনাকে স্মরণ শ্যামল গঙ্গোপাধ্যায়

অমর মিত্র
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ০৯:৪০

আজ শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। দশ লক্ষ বছর আগে হারিয়ে যাওয়া সেই প্রাণীটি যাকে গভীর রাতে জানালা দিয়ে দেখেছিল এলসা টিঁচবোর্ণ, সেই মাইক্রোবায়োলজির গবেষক, সেই বাঘ ডাসা আবার ফিরে আসছে আপনার কল্পনাকে সত্য করে। ( উপন্যাসঃ দশ লক্ষ বছর আগে )। আপনি জানেন না গোটা পৃথিবীর মানুষ এখন ঘরে। গ্রহটিকে মানুষ হাতুড়ি মেরে মেরে, ডিনামাইট ফাটিয়ে ফাটিয়ে শেষ করেছে, তার রিপেয়ারিং চলছে এইভাবে। মানুষ কদিনের জন্য তার ক্রিয়াকর্ম বন্ধ রেখেছে, ক্রিয়াকর্ম বলতে পাহাড় ভেঙে ফেলা,জঙ্গল পুড়িয়ে দেওয়া, প্রাণী হত্যার পর হত্যা, অক্লান্ত বোমা বর্ষণ, কত কী। গত রাতে দশ লক্ষ বছর ধরে হোম কোয়ারান্টাইন এ থাকা প্রাণীরা এতদিন বাদে মুক্ত হয়েছে। এলসা টিচবোর্ণ, শ্যামলবাবু তাদের দেখতে পেয়েছেন সত্যি। আমিও দেখতে পেলাম শ্যামলদা আপনাকে। আপনি ওদের সঙ্গে হাঁটছেন। আপনার জন্মদিনে এই সামান্য লিখিয়ের প্রার্থনা পৃথিবীর মানুষের সুবুদ্ধি হোক। দশ লক্ষ বছর আগের প্রাণী ও মানুষ যে যার মতো শান্ত হয়ে বাঁচুক। মানুষ প্রকৃতির হাত ধরে বাঁচতে শিখুক। তাহলে সেই পোড়ো গায়েন, যার কি না লেজ গজিয়েছিল বলে জানে গাঁয়ের লোক, যে তিন শো বছর আগে তালডোঙায় করে সুন্দরবনে চলে গিয়েছিল, যার দাহনের জন্য প্রাচীন সেই তেঁতুল গাছটিতে একটি ডাল রেখে দিয়েছে গাঁয়ের মানুষ, সে ফিরে আসবে ( গল্পঃ রাখাল কড়াই )। বিদ্যাধরী নদীর ঝাপটায় গাছ কিনে চেরাই কলে পাঠানো কাঠের ব্যবসায়ী ক্ষীরোদ ভেসে যাবে। এই অন্তরীনের দিনে আপনাকে স্মরণ করলাম শ্যামল গঙ্গোপাধ্যায় মশায়। আপনি আমার লেখক।

অমর মিত্র, কথাসাহিত্যিক

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :