করোনায় স্থবির কলকাতায় অবাক সৌরভ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ১০:২১

অন্যসময় দম ফেলার ফুরসতটুকু থাকে না। কিন্তু করোনার ভয়ানক থাবায় ব্যস্ত শহরটা বদলে গিয়েছে রাতারাতি। অনেক বেশি শান্ত এই শহরটাকে তাই চিনে উঠতে পারছেন না অনেকেই। লকডাউন কলকাতার চিত্র অবাক করেছে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।

জীবনে প্রচুর বাংলা কিংবা ভারত বন্ধ দেখলেও নিজের প্রিয় শহর কলকাতাকে কখনও এমনভাবে দেখতে হবে ভাবেননি বোর্ড প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় লকডাউন কলকাতার কয়েকটি চিত্র তুলে ধরে প্রাক্তন অধিনায়ক লিখলেন তেমনটাই। প্রিয় শহর কলকাতার লকডাউনের কয়েকটি খন্ডচিত্র পোস্ট করে প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক লিখলেন, ‘কখনও ভাবিনি আমার শহরকে এভাবে দেখতে হবে। নিরাপদ থাকুন। শীঘ্রই অবস্থা পরিবর্তন হয়ে ভালোর দিকে এগিয়ে যাবে। সকলকে ভালোবাসা।’

উল্লেখ্য, প্রাথমিকভাবে ২৭শে মার্চ অবধি পুরো ভারতের লকডাউন হওয়ার কথা ছিল। কিন্তু অবস্থা বেগতিক দেখে সেই লকডাউনের সময় ৩১ মার্চ অবধি বর্ধিত করেছেন দেশটির মুখ্যমন্ত্রী। দেশজুড়ে একমাত্র চালু জরুরি পরিষেবা। এমন সময় মঙ্গলবার টেলিকনফারেন্স কলের মাধ্যমে আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ হওয়ার কথা থাকলেও তা বাতিল করেছে বিসিসিআই। ফলে চলতি মৌসুমে আইপিএল আয়োজন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। সুতরাং, ২০২০ আইপিএল পরবর্তীতে না হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

গোটা পৃথিবীর সঙ্গে পাল্লা দিয়ে এদেশেও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। মারণ ভাইরাসে ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে ভারতে। মৃতের সংখ্যা ছুঁয়েছে ডাবল ফিগার। এমন সময় আইপিএলের ভবিষ্যৎ ঠিক করাটাকে বাতুলতা বলেই মনে করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কিংস ইলেভেন পাঞ্জাব মালিক নেস ওয়াদিয়া জানিয়েছেন, ‘মানুষের কথা সবার আগে ভাবতে হবে। বাকি সবকিছু পরে আসবে। পরিস্থিতি কিছুই বদলায়নি, এমন সময় আইপিএল নিয়ে আলোচনা করাটা বোকামি। না হলে না হবে।’

(ঢাকাটাইমস/২৫ মার্চ/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :