গরম বাড়ার ইঙ্গিত দিলো আবহাওয়া অধিদপ্তর

প্রকাশ | ২৫ মার্চ ২০২০, ১২:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিনে সারাদেশের তাপমাত্রা বাড়বে। ফলে গরমের প্রকোপ শুরু হবে।

মাঝে ঢাকাসহ দেশের কিছু জায়গা সামান্য বৃষ্টিপাত হলেও এখন আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হতে শুরু করেছে। এ রকম অবস্থায় আজ বুধবার থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

বুধবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 

এছাড়া আগামী তিন দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার ভোর ৬টার আগের ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে সর্বোচ্চ ২৯ মিলিমিটার খেপুপাড়ায়। দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।

(ঢাকাটাইমস/২৫মার্চ/বিইউ/এজেড)