বগুড়ায় দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রকাশ | ২৫ মার্চ ২০২০, ১৫:০০

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ার শেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হন ১৫ জন যাত্রী। বুধবার উপজেলার ঘোগা বটতলা এবং মহিপুর জামতলা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

দুপুর পৌনে ১২টায় বগুড়াগামী লবণবোঝাই ট্রাক বগুড়া-ঢাকা মহাসড়কের উপজেলার ঘোগা বটতলা এলাকায় পৌঁছলে বগুড়া থেকে সিরাজগঞ্জগামী লাব্বাইক পরিবহনের এক বাসের সংঘর্ষ হয়। এতে লবণবোঝাই ট্রাক উল্টে চারজন যাত্রী নিহত হন। নিহত চারজনই পুরুষ। এ সময় ১১ জন বাসযাত্রী আহত হন।

এদিকে, ভোর সাড়ে ৫টায় শেরপুর উপজেলার মহিপুর জামতলা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে মৃদুল হোসেন নামে এক যুবক নিহত হন। এ সময় আহত হন আরো চারজন। 

নিহত মৃদুল হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার চাঁচরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা রতন ইসলাম ঢাকা টাইমসকে জানান, ঘটনার পরপরই সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় নিহত এবং আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এলএ)