জীবাণুনাশক ছিটাচ্ছে দক্ষিণ সিটি করপোরেশন

প্রকাশ | ২৫ মার্চ ২০২০, ১৭:০৭ | আপডেট: ২৫ মার্চ ২০২০, ১৭:৩০

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাস টার্মিনাল, জনবহুল স্থান ও সড়কে নিয়মিত জীবানুণাশক ছিটানো হচ্ছে। একই কার্যক্রম চলছে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে। পাশাপাশি ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরতদের তদারকি করছে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ। 

বুধবার ঢাকা টাইমসকে এসব তথ্য জানিয়েছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শরিফ আহমেদ। 
তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে দক্ষিণ সিটির প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত জীবানুণাশক স্প্রে করা হচ্ছে। সদরঘাট, বাস টার্মিনাল, রেলস্টেশনে এ কার্যক্রম অব্যাহত রয়েছে। 

শরিফ আহমেদ বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদিন আটটি গাড়ির মাধ্যমে জীবানুণাশক স্প্রে করা হচ্ছে। 
করপোরেশনের রাস্তাগুলোতে প্রতিটি গাড়ি প্রতিদিন তিনবার করে এই জীবানুণাশক ছিটাচ্ছে। এছাড়া সায়বাদাবাদ বাস টার্মিনাল, গুলিস্তান, বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশন, সদরঘাটে দিচ্ছি।‘

ওয়ার্ড পর্যায়ে হস্তচালিত মেশিনের মাধ্যমে একই ধরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ওয়ার্ড পর্যায়ের প্রতি ওয়ার্ডে তিনটি করে হস্তচালিত মেশিনের মাধ্যমে জীনানুণাশক স্প্রে করা হচ্ছে। বিভিন্নস্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। ওয়ার্ডেও আমরা এটা করেছি।‘ 

বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে ডিএসসিসি কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘কাউন্সিলরদের নেতৃত্বে কমিটি করা আছে, যারা হোম কোয়ারেন্টাইনে আছে, তাদের দেখভাল করা হচ্ছে। ঘরে থাকার জন্য বলা হচ্ছে, প্রয়োজনে বাধ্য করা হচ্ছে। এক্ষেত্রে আমরা পুলিশের সহযোগিতে নিচ্ছি। মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে।‘

ঢাকাটাইমস/২৫মার্চ/কারই/এজেড