বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের মহাপরিচালক পদে নতুন মুখ

প্রকাশ | ২৫ মার্চ ২০২০, ১৮:০৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সরকারের অতিরিক্ত সচিব পদে বেশ কিছু রদবদল করা হয়েছে। এতে বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের মহাপরিচালক পদে এসেছে নতুন মুখ। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশে অতিরিক্ত সচিব সামসুদ্দিন আহমেদ ভূইয়াকে পরিকল্পনা বিভাগের জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক করা হয়েছে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্ত ছিলেন। 

এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাসুক মিয়াকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। 

একই মন্ত্রণালয়ের অধীনে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক করা হয়েছে মো. দেলোয়ার হোসেনকে। তিনি রিচিং আউট অফ স্কুল চিলড্রেন ( ফেইজ-২) শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। 

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কে এম রুহুল আমিনকে কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীনে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শশাঙ্ক শেখর ভৌমিককে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি সংস্কার বোর্ডের সদস্য করা হয়েছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বন্যা আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক করা হয়েছে সৈয়দ বিল্লাল হোসেনকে। তিনি সুরক্ষা সেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত ছিলেন। 
(ঢাকাটাইমস/২৫মার্চ/এইচএফ)