দ্রব্য মূল্য তালিকা প্রদর্শন না করায় চার ব্যবসায়ী জরিমানা

প্রকাশ | ২৫ মার্চ ২০২০, ১৮:১৭

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাসের প্রভাবে দ্রব্য মূল্য তালিকা টানানোর নির্দেশনা অমান্য করার দায়ে নীলফামারীর কিশোরগঞ্জে চার ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।

বুধবার ভ্রাম্যমাণ আদালত কিশোরগঞ্জ ও মাগুড়া বাজারে  দ্রব্য মূল্য তালিকা প্রদর্শন করা আছে কি না মনিটরিং করে।

এ সময় মাগুড়া বাজারের মাংস ব্যবসায়ী আবু বক্কর, কিশোরগঞ্জ বাজারের মুদিখানা ব্যবসায়ী জিলানী, মুরগী ব্যবসায়ী সজিব ও মঞ্জুরুলের দোকানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন করে নেই। দ্রব্য মূল্য টানানোর নিদের্শনা থাকলেও তা অমান্য করায় প্রত্যেক ব্যবসায়ীকে ৫০০ টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আবু কালম আজাদ জানান, তাদের দোকানে দ্রব্য মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে প্রত্যেক ব্যবসায়ীর ৫০০ টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এলএ)