করোনা: সরকারকে ২৫ লাখ টাকার অনুদান রিহ্যাবের

প্রকাশ | ২৫ মার্চ ২০২০, ১৮:৫১

ঢাকাটাইমস ডেস্ক

করোনাভাইরাস পরীক্ষা করতে প্রয়োজনীয় কিট সংগ্রহ করার জন্য সরকারকে ২৫ লাখ টাকার সহযোগিতা করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপির হাতে বুধবার রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

আলমগীর শামসুল আলামিন বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এর ঢেউ বাংলাদেশে এসে পড়ায় আমরাও সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। সংকটকালে সরকারের কাছে কোনো ধরনের কোনো দাবি উত্থাপন না করে সরকারের সঙ্গে থেকে এই সংকট মোকাবিলা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে সরকারের নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান রিহ্যাব প্রেসিডেন্ট। 

(ঢাকাটাইমস/২৫মার্চ/কেএম)