ভারতে লকডাউন: ভোমরায় আমদানি-রপ্তানি বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৯:১৫ | প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ১৯:০৯

ভারতজুড়ে লকডাউন ঘোষণা করায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বুধবার সকাল থেকে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। তবে, আগে থেকে আটকে থাকা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা যারা ভারত রয়েছেন, তারা দেশে ফিরতে পারছেন।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মঙ্গলবার রাত ১২টা থেকে ২১ দিনের জন্য ভারতজুড়ে লকডাউন ঘোষণা করায় কার্যত ভারত-বাংলাদেশ সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

তবে, ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, ভারতজুড়ে লকডাউনের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ থাকলেও ভোমরা শুল্ক স্টেশন সীমিত আকারে খোলা রয়েছে এবং অফিসিয়াল কার্যক্রমও চলছে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বিশ^জিত সরকার জানান, আগে আটকে থাকা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা যারা ভারত রয়েছেন তারা দেশে ফিরতে পারলেও লকডাউনের কারণে ভারতীয়রা তাদের দেশে ফিরতে পারছেন না।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :