মাদারীপুরে ফোনে সেবা দিচ্ছেন চিকিৎসক

প্রকাশ | ২৫ মার্চ ২০২০, ১৯:২৫

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাসের ঝুঁকি দমাতে পারেনি মাদারীপুরের চিকিৎসক অখিল সরকারকে। হাসপাতালের নার্স ও চিকিৎসক কমে যাওয়ায় তিনি মোবাইল ফোনের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম ও উপজেলার বিভিন্ন রোগীদের স্বাস্থ্যগত পরামর্শ দিচ্ছেন। গত চার দিন ধরে মোবাইল ফোনে রোগীকে স্বাস্থ্যগত পরামর্শ দিয়ে এরই মধ্যে সবার নজর কেড়েছেন ডা. অখিল। তিনি মাদারীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে কর্মরত আছেন।

ডাক্তার অখিল সরকার বলেন, ‘গত এক সপ্তাহ ধরে মাদারীপুরের শিবচরসহ পুরো জেলা করোনা ভাইরাস আতঙ্কে এক প্রকার জনশূন্য হয়ে পড়েছে। বিরাজ করছে থমথম পরিস্থিতি। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। এছাড়া করোনা ঝুঁকিতে চিকিৎসক ও নার্সরা না থাকায় রোগী দেখাও আশঙ্কাজনকভাবে মাদারীপুরে কমে গেছে। তাই এমন অবস্থায় ঘরে বসে মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যগত পরামর্শ দেয়ার ঘোষণা সামাজিক মাধ্যমে দেয়ার পর থেকে বহু মানুষ মোবাইলে ও ফেসবুকে যোগাযোগ করে পরামর্শ নিচ্ছেন।’

মাদারীপুরের কালকিনির হারুণ মোল্লা বলেন, ‘প্রায় ক্লিনিকগুলোতে চিকিৎসকরা রোগী দেখা বন্ধ করে দিয়েছেন। হাসপাতালে গেলেও চিকিৎসকদের তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। পরে একজন সাংবাদিকের মাধ্যমে ডা. অখিল সরকারের কথা জানতে পেরেছি। তিনি মাদারীপুরবাসীর জন্য দিনরাত ফোনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। তাই আমিও তার কাছে ফোন করে পরামর্শ নিয়েছি।’

ডা. অখিল সরকার বলেন, ‘সামান্য সর্দি, কাঁশি, জ্বর হলেও সাধারণ মানুষ হাসপাতালগুলোতে ছুটে আসছেন। এতে করোনা ভাইরাস আতঙ্কে অন্যরোগীদের মারাত্মক সমস্যা হচ্ছে। এ কথা বিবেচনা করে এ ধরনের রোগীদের মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে একদিকে রোগীদের যেমন সময় বাঁচবে, তেমনই করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকিও কম থাকবে। তাই যে কোনো স্বাস্থ্যগত পরামর্শের জন্য এ নম্বরে (০১৯১৪০৯৩৯৪১) ২৪ ঘণ্টা যোগাযোগ করতে অনুরোধ রইলো।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, ‘আমরা ফোনে সেবা নেয়ার ব্যাপারে এখন জোর দিচ্ছি। সামান্য জ্বর কাশিসহ প্রাথমিক চিকিৎসা মোবাইল ফোনের মাধ্যমেই করা যায়। আমি সবাইকে ফোনে চিকিৎসা সেবা নেয়ার আহ্বান জানাচ্ছি।’

(ঢাকাটাইমস/২৫মার্চ/কেএম)