দৌলতদিয়ায় ফেরিতে উপচে পড়া ভিড়

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ১৯:৫০

করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধে ছুটি ঘোষণা করে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হলেও বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। বুধবার সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের একাধিক ফেরিতে দক্ষিণাঞ্চলের দুই জেলার যাত্রীদের বাড়ি ফেরার এ দৃশ্য দুই ঈদের ছুটিকেও হার মানিয়েছে। বুধবার সকাল থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত দিয়ে বিপুল সংখ্যক নারী-পুরুষ শিশু-বৃদ্ধরা একযোগে বাড়ি ফিরছেন।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এখন পর্যন্ত ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করলেও বাস ও প্রাইভেটকার না থাকার পরেও যাত্রী ও ট্রাক পারাপারে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। তবে বুধবার সকাল থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে ফেরিতে প্রচণ্ড ভিড় তৈরি হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীরা বলেন, আমাদের তো করোনা ভাইরাস নেই। আমরা বাড়িতে গিয়েই পরিবারের সঙ্গে ঘরে থাকবো। এতে কারো কোনো সমস্যা হবে না।

পথে কোনো সমস্যা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কয়েকজন যাত্রী বলেন, ঠিক ঈদের মতো। এখনতো আর মানুষ ঢাকাতে যাচ্ছে না বরং আসছে। অতিরিক্ত ভাড়া ছাড়া তেমন কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান তারা।

দৌলতদিয়ায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সঞ্জিব বলেন, মঙ্গলবার থেকে যাত্রীর ভিড় দেখা যাচ্ছে, যা ঈদের সময়ের চেয়েও বেশি। বুধবার যাত্রীর চাপ অপেক্ষাকৃত কম হলেও দেখে মনে হচ্ছে ঈদযাত্রায় বাড়ি যাচ্ছেন যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, আমরা শুধুমাত্র জরুরি পণ্যসামগ্রী পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৪টি ফেরি চালু রেখেছি। কিন্তু দৌলতদিয়া প্রান্ত দিয়ে ঘরে ফেরা মানুষের ব্যাপক চাপ রয়েছে।

তিনি আরো বলেন, ১০ দিন ছুটি দেবার কারণে মানুষ ঈদের মতো বাড়ি আসছে। আবার যখন ছুটি শেষ হবে তখন এই সংখ্যক মানুষ আবার একইভাবে ঢাকায় ফিরবে। এটা যেন দক্ষিণাঞ্চলের মানুষের অভ্যাস হয়ে গেছে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :