৯ এপ্রিল পবিত্র শবে বরাত

প্রকাশ | ২৫ মার্চ ২০২০, ২০:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বুধবার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রজব মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। শুক্রবার থেকে শুরু হবে শাবান মাস গণনা। এ হিসেবে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত।

সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।

পবিত্র রমজানের আগের মাস শাবান। এই মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি উপমহাদেশে শবে বরাত হিসেবে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়। কুরআন-হাদিসে এই রাতের বিভিন্ন ফজিলতের কথা উল্লেখ আছে। এজন্য রাতটি মুসলিমরা ইবাদত-বন্দেগিতে কাটান। পরদিন সরকারি ছুটি থাকে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এসএস/জেবি)