সলিমুল্লাহ মেডিকেলের সেই পরিচালককে বদলি

প্রকাশ | ২৫ মার্চ ২০২০, ২১:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ উন নবী। তিনি ব্রিগেডিয়ার জেনালের মোর্শেদ রশীদের স্থলাভিষিক্ত স্থলাভিষিক্ত হয়েছেন। এই সেনা কর্মকর্তাকে নিজ বাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক সরবরাহ করা যাচ্ছে না জানিয়ে নোটিশ দিয়েছিলেন মোর্শেদ রশীদ। এরপরই তাকে হাসপাতালটির পরিচালকের পদ থেকে প্রত্যাহার করা হলো।

এদিকে পরিচালকের পদ থেকে প্রত্যাহার করে ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ উন নবীকে প্রেষণে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতালের সবাইকে মাস্ক সরবরাহ করা যাচ্ছে না জানিয়ে গত ২১ মার্চ নোটিশে দেন পরিচালক মোর্শেদ রশীদ। সেই নোটিশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

সেই নোটিশে বলা হয়েছিল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে বিধায় হাসপাতালে সেবা গ্রহণের জন্য আগত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ ঝুঁকি এড়ানোর জন্য প্রতিরোধ কর্মসূচি হিসেবে হাসপাতালে কর্মরত এবং সেবা কাজের সহিত জড়িত সবার মাস্ক ব্যবহার করা প্রয়োজন। সম্পদের স্বল্পতার জন্য হাসপাতালের তরফ থেকে সবার মাস্ক সরবরাহ করা যাচ্ছে না। ‘এমতাবস্থায় সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য সবাইকে নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।’

(ঢাকাটাইমস/২৫মার্চ/এসএস/জেবি)