ঢাকায় অনুষ্ঠেয় জুনিয়র এশিয়া কাপ হকি স্থগিত

প্রকাশ | ২৫ মার্চ ২০২০, ২২:০৯ | আপডেট: ২৫ মার্চ ২০২০, ২২:২০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের সংক্রমণের কারণে আগামী ৪-১২ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু আল আরাফাহ ইসলামী ব্যাংক জুনিয়র এশিয়া কাপ ২০২০ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার আনুষ্ঠানিক ইমেইলের মাধ্যমে উক্ত টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করে এশিয়ান হকি ফেডারেশন।

শুধু জুনিয়র এশিয়া কাপ নয়, এ বছরের ১৪-২১ জুন দক্ষিণ কোরিয়ার ডং হায়ে অনুষ্ঠিতব্য ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২০ আসরও স্থগিত ঘোষণা করেছে এশিয়ান হকি ফেডারেশন।

আনুষ্ঠানিক ইমেইল বার্তায় জানানো হয়েছে, অনিবার্য কারণবশত স্থগিত হওয়া আসরগুলো পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজনের চেষ্টা করা হবে। সে লক্ষ্যে সংশ্লিষ্ট আয়োজক দেশ, আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) ও অন্যান্য বিশ্ব ক্রীড়া সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করবে এশিয়ান হকি ফেডারেশন 

(ঢাকাটাইমস/২৫ মার্চ/এসইউএল)