ঐক্যবদ্ধ হয়ে করোনা মোকাবেলার আহ্বান বিরুশকা দম্পত্তির

প্রকাশ | ২৬ মার্চ ২০২০, ০৯:৫২

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের বিরুদ্ধে সারা পৃথিবীতেই চলছে লড়াই। পৃথিবীর অনেক দেশ এখন লকডাউন। ভারতও। দেশটির প্রধানমন্ত্রী ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন। সেই নির্দেশ পালন করার জন্য ভারতবাসীকে অনুরোধ করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহালি ও স্ত্রী অনুশকা শর্মা।  

টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন বিরুশকা। যেখানে দম্পতি পাশাপাশি বসে করোনার বিরুদ্ধে মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

সেখানে অনুশকা বলছেন, ‘করোনাভাইরাসের সঙ্গে এই যুদ্ধ জিততে সময় ও সাহসের প্রয়োজন। বিরাট বলে ওঠেন,  ‘সব চেয়ে বেশি জরুরি সংযম ও দায়িত্ববোধ, আগামী ২১ দিনের জন্য।’

অনুশকা বলেন,  ‘বিশেষ কিছু করার দরকার নেই, নির্দেশ মেনে চলুন।’ তার সঙ্গে সুর মিলিয়ে বিরাট বলেন, ‘ঘর থেকে বেরিয়ে কোনও জায়গায় ভিড় করলে করোনার বিরুদ্ধে এই যুদ্ধ জেতা সম্ভব নয়।’

আনুশকার অনুরোধ, ‘কারফু অমান্য করে যদি বিশ্বাস করেন আপনি সুরক্ষিত, তা হলে ভুল করছেন।’

বিরাট শেষে বলেন, ‘আপনার একটি ভুলের জন্য সারা দেশকে তার খেসারত দিতে হবে। একতা দেখান, জীবন ও দেশ বাঁচান।’

ভিডিও পোস্ট করে বিরাটের বার্তা,  ‘এটা পরীক্ষা দেওয়ার সময়। এই পরিস্থিতির গুরুত্ব বুঝতে হবে। যে নির্দেশ দেওয়া হয়েছে, তা অমান্য করবেন না। প্রত্যেককে অনুরোধ। ঐক্যবদ্ধ হয়ে উঠুন।’ 

(ঢাকাটাইমস/২৬মার্চ/এজেড)