করোনা নিয়ে যত ভুল ধারণা

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৫:৩৬ | প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১৫:০৫

মহামারি করোনাভাইরাস। ঠেকাতে মরিয়া মানুষ। চিকিৎসকরা এখনো এই রোগের কূলকিনারা করতে পারেননি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রোগটি নিয়ে নানান ভুল ধারণা প্রচার হচ্ছে। সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকা জরুরি।

০১. নির্দিষ্ট কোনও বয়স নয়, যে কোনও বয়সের লোকের করোনাভাইরাস হতে পারে। আগে থেকে অসুস্থ থাকলে আরও ভয়ঙ্কর হতে পারে করোনা।

০২. গরম, আপেক্ষিক আর্দ্রতা বেশি এমন এলাকাতেও করোনার জীবাণু ছড়াতে পারে। গরমে জীবাণু মরে যায় এমন কোনও স্পষ্ট প্রমাণ নেই।

০৩. ঠাণ্ডা ও তুষারপাতে করোনা কমে না।

০৪. গরম পানিতে গোসল করলে করোনার জীবাণু মরে যায় না।

০৫. করোনার জীবাণু মারতে হ্যান্ড ড্রায়ার কোনও উপায় নয়।

০৬. স্টেরিলাইজেশনের জন্য অত বেগুনি রশ্মি ব্যবহার করবেন না। এতে ত্বকে জ্বালা হতে পারে।

০৭. কারও জ্বর থাকলে থার্মাল স্ক্যানারে বোঝা সম্ভব। কিন্তু সেই জ্বর করোনাভাইরাস কিনা বোঝা সম্ভব নয়।

০৮. সারা শরীরে অ্যালকোহল বা ক্লোরিন ছেটালে শরীরে ইতিমধ্যেই ঢুকে যাওয়া করোনার জীবাণু মরবে না।

০৯.নিউমোনিয়া বা এ ধরনের জ্বরের কোনও টিকা নেওয়া থাকলে করোনা হবে না এমন ভাবা ঠিক নয়।

১০. নাকে নিয়মিত স্যালাইন ঘষলে করোনা সংক্রমণ ঠেকানো যাবে এমনটা নয়।

১১. রসুন শরীরের পক্ষে উপকারী ঠিকই কন্তু তাতে করোনা আটকানোর কোনও প্রমাণ নেই।

১২. জীবাণুর ওপর অ্যান্টবায়োটিক কাজ করে না, করে ব্যাকটিরিয়ার ওপর।

১৩. করোনার প্রতিষেধক হিসেবে এখনও কোনও ওষুধ আবিষ্কার হয়নি।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :