আরও পাঁচজনের শরীরে করোনা শনাক্ত, সুস্থ ১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৬:১১ | প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১৫:৪৯

দেশে আরও পাঁচজনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হলো।

বৃহস্পতিবার বিকালে অনলাইনে ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান।

সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। তাদের সবাই পুরুষ। তাদের একজন বিদেশ থেকে এসেছেন। তিনজন করোনা রোগীর সংস্পর্শ থেকে আক্রান্ত হয়েছেন। অন্যজন কীভাবে আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি। তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ডিসেম্বরের শেষ দিন চীনের উহান শহরে প্রথমে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর সেখানে ভয়াবহ আকার ধারণ করে ভাইরাসটি।

উহান থেকে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। ইতোমধ্যে ১৯৮টির মতো দেশ ও অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করে ভাইরাসটি। এসব দেশ ও অঞ্চলে ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয় ২১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যাও সাড়ে চার লাখ ছাড়িয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশের প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে বলে জানায় আইইডিসিআর। এরপর আরও ৩৬ জনের শরীরে করোনা পাওয়া যায়। তাদের মধ্যে পাঁচজন মারা যায়। গত ২৪ ঘণ্টার দেশে নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনা শনাক্তের করা জানানো হয়ে আইইডিসিআরের পক্ষ থেকে।

সেব্রিনা ফ্লোরা বলেন, দেশে করোনাভাইরাসে নতুন করে আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। সুস্থ হয়ে উঠেছেন আরও চারজন। সবমিলিয়ে ১১ জন সুস্থ হয়েছেন।

সবাইকে কাশি শিষ্টাচার মেনে চলাসহ অন্যান্য নিয়মগুলো মেনে চলার পরামর্শ দেন আইইডিসিআর পরিচালক। এছাড়া ছুটির পর যারা ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন সেব্রিনা।

(ঢাকাটাইমস/২৬ মার্চ/টিএটি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :