অস্ট্রিয়াতে করোনাভাইরাসে ৪২ জনের মৃত্যু

অস্ট্রিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১৬:০৪

অস্ট্রিয়াতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ছয় হাজার একজন। করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪২ জন। করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি তিরোল প্রদেশে এক হাজার ৫৯৩ জন। রাজধানী ভিয়েনাতে আক্রান্তের সংখ্যা ৭৩৪ জন। গত কয়েকদিনের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে।

এদিকে অস্ট্রিয়ার সরকার জনসাধারণের ঘরের বাইরে যাওয়ার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অস্ট্রিয়ার পুলিশ প্রশাসন এই বিষয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে।

অস্ট্রিয়ার স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, অযথা বাইরে দুই-তিনজন একসঙ্গে ঘোরাফেরা করার জন্য ইতোমধ্যে অনেককেই জরিমানা করা হয়েছে। অস্ট্রিয়ার সরকার একদিনে ১৫ হাজার করোনাভাইরাস পরীক্ষা করার ব্যবস্থা নিয়েছে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :