করোনা পরীক্ষার ল্যাব হচ্ছে ময়মনসিংহ মেডিকেলে

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১৭:৪৯

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তের জন্য পিসিআর ল্যাব করা হচ্ছে। এই ল্যাব পরিচালিত হবে আইইডিসিআর-এর তত্ত্বাবধানে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জণ দেবনাথ এই তথ্য জানান।

আগামী দুই-একদিনের মধ্যে ল্যাবের জন্য মেশিনপত্র ও কিট সরবরাহ করবে আইইডিসিআর।

অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জণ দেবনাথ জানান, পিসিআর ল্যাবের জন্য কলেজের মাইক্রোবায়োলজি বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। আইইডিসিআর কর্তৃপক্ষ এসে নিজেরা মেশিনপত্র স্থাপন করার পাশাপাশি সেফটি কেবিন নির্মাণ করে দিয়ে যাবে।

তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার ল্যাব পরিচালনার জন্য ইতোমধ্যে চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্টসহ সাপোর্টিং কর্মচারীদের প্রশিক্ষণ করানো হয়েছে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, জেলায় এখন পর্যন্ত বিদেশফেরত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি আরও জানান, বিভাগীয় শহর ময়মনসিংহে করোনাভাইরাস শনাক্তের জন্য পরীক্ষার ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েছে। এটি জনসাধারণের জন্য স্বস্থির খবর।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :