সামাজিক দূরত্ব নিশ্চিতে দোকানের সামনে সাদা রঙের প্রলেপ

প্রকাশ | ২৬ মার্চ ২০২০, ২০:০৮ | আপডেট: ২৬ মার্চ ২০২০, ২০:১০

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চুয়াডাঙ্গা শহরের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে সাদা রঙের প্রলেপ অঙ্কন শুরু করেছে প্রশাসন।

বৃহস্পতিবার বিকালে শহরের শহীদ হাসান চত্বর থেকে এ কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার  ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু নিজ হাতে সাদা রঙ দিয়ে রেখা অঙ্কন করে দেন।

এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন জ্যাকিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তিন ফিট দূরত্বে রেখা অঙ্কন করে দেয়া হয়েছে। যাতে করে ওই রেখার মধ্যে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতারা তাদের কাজ শেষ করে বাড়ি ফিরবে।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, যদিও জরুরি পণ্যের দোকান ছাড়া সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই যেসব অল্পসংখ্যক দোকান খোলা রয়েছে, সেসব দোকানের ক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ওইসব দোকানের সামনে সাদা রঙের প্রলেপ দিয়ে রেখা অঙ্কন করে দেয়া হয়েছে। যাতে করে কারো সাথে কারো সংস্পর্শ না ঘটে। এ নিয়ম না মানলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)