প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের ফোন সচল রাখার নির্দেশ

প্রকাশ | ২৬ মার্চ ২০২০, ২১:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মহামারির রূপ নেয়া করোনাভাইরাসের পরিস্থিতিতে সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে জরুরি যোগাযোগের জন্য নিজ নিজ ফোন ও মোবাইল ফোন সচল রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একইসাথে অফিসের ওয়েবসাইট, ই-মেইল, ইন্টারনেটসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক সংযোগ বজায় রাখতে বলা হয়েছে।

বুধবার মহাপরিচালক মো. ফসিউল্লাহ স্বাক্ষরিত চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সব জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইউআরসি ইন্সট্রাক্টর ও পিটিআই সুপারদের পাঠানো হয়।

সেখানে বলা হয়, 'করোনা ভাইরাসজনিত বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সব কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নিজ নিন ফোন ও মোবাইল ফোন সচল রাখা এবং অফিসের ওয়েবসাইট, ই-মেইল, ইন্টারনেটসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক সংযোগ বজায় রাখতে বলা হলে।'

(ঢাকাটাইমস/২৬মার্চ/টিএটি/জেবি)