টিভির পর্দায় ক্লাস শুরু রবিবার

প্রকাশ | ২৬ মার্চ ২০২০, ২২:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সংসদ টিভিতে প্রচার হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস। আগামী রবিবার শুরু হবে এই ক্লাস। প্রতিদিন সকাল ৯টা থেকে সংসদ টেলিভিশনের পর্দায় শিক্ষকদের রেকর্ডিং করা ক্লাস প্রচার করা হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

শিক্ষার্থীদের স্কুল বন্ধের কারণে পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার পরীক্ষামূলক সম্প্রচার করা হয়েছে। শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সেরা শিক্ষকদের মাধ্যমে ক্লাস কার্যক্রম রেকর্ডিং করা হয়েছে।

প্রথমে করোনাভাইরাস কারণে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে করা হয়েছে ৯ এপ্রিল পর্যন্ত। তবে আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি ভয়াবহ হলে দীর্ঘ হতে পারে এই ছুটি। ফলে সংসদ টেলিভিশনের পর্দায় শিক্ষার্থীরা ঘরে বসেই পড়াশোনা প্রস্তুতি নিতে পারবে বন্ধের পুরো সময়জুড়ে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/টিএটি/জেবি)