নীলফামারীর কিশোরগঞ্জ বাজারে উপচেপড়া ভিড়

প্রকাশ | ২৬ মার্চ ২০২০, ২২:২১

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শহরের প্রধান বাজারসহ অন্যান্য বাজারে বৃহস্পতিবার উপচেপড়া ভিড় চোখে পড়েছে। ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বৃহত্তর শহরফেরত কর্মজীবী লোকেরা বাড়ি ফিরে বাজারে আড্ডা দিতে আসায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। করোনার এই সময়ে বাজারে এরকম জনসমাগম নিয়ে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করছেন।

সন্ধ্যার পর থেকে কিশোরগঞ্জ উপজেলা শহরের দোকানগুলোতে তিল ধারণের ঠাঁই ছিল না। গোটা বাজার যেন গ্রাহকে ঠাঁসা। যেন ঈদের কেনাকাটায় ব্যস্ত সবাই।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ বলেন, ‘দিনভর বিভিন্ন বাজারে সচেতনমূলক কর্মকাণ্ড চালিয়েছি। সাধারণ মানুষ সচেতন না হলে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।’

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)