নোয়াখালীতে ১৬ দোকানকে অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ২২:৩১

করোনাভাইরাস (কোভিড-১৯) ঝুঁকি রোধ ও ভাইরাসের বিস্তার রোধে সরকারি নিষেধ অমান্য করে সদর উপজেলার বিভিন্ন বাজারে দোকান-পাট খোলা রাখার অপরাধে ১৬টি দোকানকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম মোহাম্মদ জাকারিয়া। অভিযানে সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে উপজেলার দত্তেরহাট, কালিতারা বাজার, মান্নান নগর, নুরু পাটোয়ারীহাট, উত্তর ওয়াপদা, সাহেবেরহাট, মমিননগর ও সোনাপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে ১৬টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের হাকিম মোহাম্মদ জাকারিয়া অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানকালে স্থানীয় লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। করোনার বিস্তার রোধে সকলকে ঘরে থাকারও অনুরোধ করেন তিনি।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :