বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করল আইসিসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ২২:৪৯

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ এখন বিশ্ব জুড়ে। যার ছোঁয়া লেগেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। এমন অবস্থায় আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৩০ জুন পর্যন্ত কুয়েত, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, স্পেন, নিউ পাপুয়া গিনি, বেলজিয়াম, মালয়েশিয়া এবং ফিনল্যান্ডে অনুষ্ঠেয় সকল বাছাইি পর্ব স্থগিত করার ঘোষণা দেয় আইসিসি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সদস্যদের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট সরকার ও গণস্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। শুধুমাত্র বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচই নয়, আইসিসি পিছিয়ে দিয়েছে আরো ৮টি টুর্নামেন্ট।

পিছিয়ে যাওয়া টুর্নামেন্টের মধ্যে আছে ২০২০ ও ২০২১ টি-২০ বিশ্বকাপের এশিয়া-ইউরোপ এবং আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বও।

করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল)। এছাড়া ‘গ্রেটেস্ট শো অব আর্থ’ খ্যাত টোকিও অলিম্পিকও এক বছর পিছিয়ে দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :