দুই দিনেই করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো

প্রকাশ | ২৭ মার্চ ২০২০, ০৯:৫২ | আপডেট: ২৭ মার্চ ২০২০, ০৯:৫৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ থামছেই না। দিন দিন বেড়েই চলছে এর প্রকোপ। মৃত্যুর সারি দীর্ঘ হওয়ার পাশাপাশি প্রতিদিন আক্রান্তের সংখ্যায় যোগ হচ্ছে হাজার হাজার নাম।

চীনের ভূখণ্ড পেরিয়ে গোটা বিশ্বে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় হু হু করে বাড়ছে রোগীর সংখ্যা। ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর আক্রান্তের সংখ্যা প্রথম এক লাখ হতে যেখানে সময় লেগেছিল ৬৭ দিন, সেখানে সর্বশেষ তিন লাখ থেকে পাঁচ লাখে পৌঁছতে সময় লাগে মাত্র চার দিন। অর্থাৎ সর্বশেষ দুই লাখ আক্রান্ত হতে সময় লেগেছিল মাত্র চার দিন। গড়ে দুই দিনে এক লাখ।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৫ লাখেরও বেশি মানুষ।

তথ্য অনুযায়ী, সারা বিশ্বে পাঁচ লাখ ৩২ হাজার ২২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৮৭ জনের। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৪ হাজার ৩২৬ জন।

গত বছরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম নতুন ধরনের এই করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। অন্য প্রদেশগুলোতে দ্রুত ছড়িয়ে যাওয়ার পর ভিন্ন দেশেও ভাইরাস সংক্রমণ দেখা দেয়। তখন এই ভাইরাসের নাম দেওয়া হয় নভেল করোনাভাইরাস, আর এর ফলে সৃষ্ট রোগ নাম পায় কোভিড-১৯; যার লক্ষণ জ্বর, মাথাব্যথা ও শ্বাসজনিত সমস্যা।

শুরুতে চীনে মৃতের সংখ্যা হু হু করে বাড়তে থাকলেও মাস দুয়েকের মধ্যে তারা পরিস্থিতি অনেকটাই সামলে নিয়ে ফেলে। এরপর প্রাণঘাতী ভাইরাসটি সারা পৃথিবীতে বিস্তার লাখ করে। ইউরোপ ও আমেরিকাতেও ব্যাপক সংক্রমণ হলে উদ্বেগ জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে বিশ্বের ১৯০টিরও বেশি দেশে ছড়িয়ে প্রাণঘাতী ভাইরাসটি। তার মধ্যে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র সবার ওপরে থাকলেও নিহতের সংখ্যায় এগিয়ে আছে ইতালি।

করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হওয়ার পর তা লাখ ছাড়াতে সময় লেগেছিল ৬৭ দিন। রোগীর সংখ্যা এক লাখ থেকে দুই লাখে যেতে সময় লেগেছে ১১ দিন।

এরপর চার দিনেই রোগীর সংখ্যা দুই লাখ থেকে তিন লাখে পৌঁছে যাওয়ায় তা নিয়ে উদ্বেগ দেখিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস। এখন চার দিনে রোগীর সংখ্যা চার লাখের গণ্ডি ছাড়িয়ে ৫ লাখও ছাড়িয়ে গেছে। অর্থাৎ প্রতি দুদিনে এক লাখ আক্রান্ত হচ্ছে।

চীনের পর প্রথমে দক্ষিণ কোরিয়া এবং এরপর ইতালিতে মৃতের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। কোরিয়া পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ আনতে পারলেও ইউরোপ বিপর্যস্ত হওয়ার পর এখন পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে সবার ওপরে আছে যুক্তরাষ্ট্র। আর মৃতের সংখ্যায় সবার ওপরে আছে ইতালি।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় ১৫ হাজার। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৩ হাজার ১১৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭১ জন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৮ জন।

আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে চীন। করোনার উৎস দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের খবর পাওয়া যায়নি। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ২৮৫ জনই রয়েছে, আর মৃতের সংখ্যা ৩ হাজার ২৮৭ জন।

মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২১৫ জনে।

গতকাল দেশটিতে একদিনে নতুন আক্রান্ত হয়েছেন ছয় হাজার ১৫৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজার ৫৩১ জনে দাঁড়িয়েছে।

ঢাকাটাইমস/২৭মার্চ/এমআর