করোনায় মাছ-মাংস না খাওয়ার অনুরোধ শহীদ কাপুরের

প্রকাশ | ২৭ মার্চ ২০২০, ১০:০৩

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

করোনাভাইরাস প্রতিরোধ করতে ভক্তদের মাছ-মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। তিনি বলেন,  'মাছ, মাংস, ডিমের মতো প্রাণিজ প্রোটিনের দিকে কয়টা দিন না হয় না-ই দৌড়োলেন।’

ভক্তদের উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘করোনা সংক্রমণ ঠেকাতে খাবারে কোনও বিধিনিষেধ দেননি ডাক্তারবাবুরা। শুধু বলেছেন, ভরপেট খান। যাতে শরীরের রোগপ্রতিরোধ শক্তি বাড়ে’।

এরই মধ্যে অনুরাগীদের জন্য স্পেশাল ডায়েট চার্ট শেয়ার করলেন শহীদ কাপুর। অভিনেতার আন্তরিক অনুরোধ, 'মাছ, মাংস, ডিমের মতো প্রাণিজ প্রোটিনের দিকে ক'টা দিন না হয় না-ই দৌড়োলেন। কে বলতে, পারে, ওদের শরীরেও জীবাণু ছড়িয়ে আছে কিনা! তার চেয়ে নিরামিষাশী হয়ে যান। ভরসা রাখুন উদ্দিজ্জ প্রোটিনে। এতে সংক্রমণের ঝুঁকি কম। শরীরেও ভিটামিন, মিনারেলসের ঘাটতি পূরণ হবে।'

করোনাভাইরাসের জেরে শহীদের আগামী ছবি ‘জার্সির'-র শুট আপাতত বন্ধ।  নিজেকে সুস্থ রাখতে এই সময় শাহীদ পুরোপুরি নিরামিষাশী। যদিও শহীদকে ননভেজ থেকে ভেজ-এ পরিণত করেছিলেন কারিনা কাপুর। 

(ঢাকাটাইমস/২৭মার্চ/এজেড)