সাতক্ষীরায় গুলিতে অর্ধডজন মামলার আসামি নিহত

প্রকাশ | ২৭ মার্চ ২০২০, ১০:২৭ | আপডেট: ২৭ মার্চ ২০২০, ১১:২৭

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

সাতক্ষীরায় সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে অহেদ আলী গাজী নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি ছয় মামলার আসামি ও ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ধুলিহরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত অহেদ আলী গাজী ধুলিহরের তমালতলার মৃত নবাত আলী গাজীর ছেলে।

পুলিশ জানায়, রাত ২টার দিকে ধুলিহরের দাউদ মাস্টারের আম বাগানে সন্ত্রাসীদের দুটি পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। গুলির শব্দ পেয়ে পুলিশের টহল দল এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে অহেদ আলী গাজীর লাশ পড়ে থাকতে দেখে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বড় ছোরা উদ্ধার হয়। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে বলেন, অহেদ আলী একজন ডাকাত। তার বিরুদ্ধে ২০১৩ সালে ছাত্রলীগ নেতা মামুন, আ’লীগ নেতা নজরুল ও কবীর হত্যা মামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

ঢাকাটাইমস/২৭মার্চ/প্রতিনিধি/এমআর