কুষ্টিয়ার সেই শিশুর নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০২০, ১৫:৪৪

করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা সাত মাসের শিশুর নমুনা সংগ্রহ করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুক্রবার দুপুরে ওই হাসপাতালে আইইডিসিআরের সদস্যরা এসে তার নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে।

হাসপাতালের চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার জানান, গত ২৩ মার্চ শিশুটিকে জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির বাবা তহিদুল ইসলাম গত ৯মার্চ সিঙ্গাপুর থেকে ফিরেছেন। তবে ভর্তির সময় এ তথ্য জানাননি তিনি । তাই শিশুটি শরীরে করোনা পজেটিভ কিনা পরীক্ষার জন্য আইইডিসিআর'এ যোগাযোগ করা হয়। পরে প্রতিষ্ঠানটির দুই সদস্য এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যান।

কুষ্টিয়া সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম জানান, সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরে যথাযথ নিয়মে কোয়রেন্টাইন শেষ করেছেন শিশুটির বাবা। তিনি সুস্থ্ আছেন বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/২৭মার্চ/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :