হাঁচি-কাশির সময় মুখ ঢাকুন বাহু দিয়ে

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০২০, ১৮:০০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে হাঁচি, কাশির সময় তালু নয়, বাহু দিয়েই নাক, মুখ ঢাকা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনটাই জানিয়েছে। ‘হু’ জানিয়েছে, করোনার সংক্রমণ এড়ানোর জন্য এটাই অন্যতম সহজ আর বাস্তবসম্মত উপায়। কিন্তু কেন হাতের তালুর পরিবর্তে বাহু দিয়ে নাক, মুখ ঢাকতে বলা হচ্ছে?

সাধারণত হাঁচি-কাশির সময়ে আমরা হাতের তালুকেই ব্যবহার করি থাকি। ফলে হাঁচির সময় মুখ থেকে বেরিয়ে আসে বিন্দু আকারে পানিজাতীয় কফ। সেগুলোতে থাকে লক্ষ কোটি জীবাণু।

ফলে, সেই ড্রপলেটসে যদি কোভিড-১৯-এর ভাইরাস থাকে, তা হলে তা সহজেই বাতাসে মিশতে পারে। এর পরিবর্তে যদি বাহুর ব্যবহার হয়, তবে সেই ভয়টা থাকে না।

তাই হাত নয় বাহু দিয়ে নাক, মুখ ঢাকলে কোভিড-১৯-এর মতো ভাইরাস বাতাসে মেশার তেমন সুযোগ পায় না। এ ক্ষেত্রে বাহুর ব্যবহার করাটাই সবচেয়ে ভাল।

ঢাকাটাইমস/২৭মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :