স্থগিত হচ্ছে বিমানের লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইটও

প্রকাশ | ২৭ মার্চ ২০২০, ২০:৫৭ | আপডেট: ২৭ মার্চ ২০২০, ২১:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

করোনাভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যে একমাত্র চালু থাকা যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটের ফ্লাইটও স্থগিত করতে যাচ্ছে বাংলাদেশ বিমান। ৩১ মার্চ থেকে সাত দিনের জন্য বন্ধ থাকবে এই রুটে বিমান চলাচল। এর মধ্য দিয়ে বিমানের সব রুটের ফ্লাইটই বন্ধ হয়ে গেল।

শুক্রবার বিকালে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।

এমডি বলেন, বিদ্যমান পরিস্থিতিতে বিমানের লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট আপাতত সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই দুই রুটের ফ্লাইট স্থগিত হওয়ায় বিমানের সব ফ্লাইট বন্ধ হয়ে গেল। 

বিমানের এমডি জানান, আগামী ২৯ মার্চ ঢাকা থেকে বিমান লন্ডন ও ম্যানচেস্টারে গিয়ে ৩০ মার্চ ফিরবে। এরপর ৩১ মার্চ থেকে এই ফ্লাইট সাত দিনের জন্য বন্ধ থাকবে।

যাত্রী সংকট ও স্ব স্ব দেশের নিষেধাজ্ঞা কারণে ইতিমধ্যে আন্তর্জাতিক সব রুটে ১৫ এপ্রিল পর্যন্ত ফ্লাইট বন্ধ করেছে বিমান। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞার কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচলও বন্ধ রয়েছে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/জেবি)