দাম নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর ১২ বাজারে অভিযান

প্রকাশ | ২৭ মার্চ ২০২০, ২১:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসাধু ব্যবসায়ীরা বাজারে বাড়াচ্ছে নিত্যপণ্যের দাম। তাই বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার অধিদপ্তরের তিনটি টিম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি টিম রাজধানীর ১২টি বাজারে অভিযান চালায়। অভিযানে বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার ঢাকা টাইমসকে জানান, আজ পাঁচটা টিম দাম নিয়ন্ত্রণে কাজ করে ১২টি বাজারে অভিযান চালায়। অভিযানে শিশুখাদ্য, মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার দাম বেশি রাখায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া পণ্যের ক্রয় রশিদ রংরক্ষণ না করা, পণ্যের মোড়কে মূল্য না উল্লেখ করা, মূল্যতালিকা টাঙানো না থাকারও অভিযোগেও মোট সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজারগুলোর মধ্যে রয়েছে- কাঁঠালবাগান বাজার, হাতিরপুল বাজার, পলাশী বাজার, লালবাগ কেল্লার মোড় বাজার, ইসলামবাগ বাজার, লালকুটি বাজার, বাবুবাজার, শ্যামবাজার, মিটফোর্ড বাজার, মিরপুর-১ নং কাঁচাবাজার, শাহআলী মার্কেট পাইকারি বাজার পাইকারি পেঁয়াজের আড়ত।

আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য না কিনতে আহ্বান জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এসএস/জেবি)