করেন্টাইনে থাকা ক্যানসার আক্রান্ত নারীর মৃত্যু

প্রকাশ | ২৭ মার্চ ২০২০, ২১:৩৯ | আপডেট: ২৭ মার্চ ২০২০, ২১:৫২

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

হোম করেনটাইনে থাকা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামে ক্যানসার আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গত ১৮ মার্চ ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে হোম করেন্টাইনে ছিলেন।

শুক্রবার দুপুর ২টার দিকে নিজ বাড়িতে ওই নারীর মৃত্যু হয়।

সিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  প্রনব সরকার বলেন, ওই মহিলা বিগত দুই বছর ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন। ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানকার চিকিৎসক তাকে এখন কোন চিকিৎসা নেই বলে বাড়ি ফিরিয়ে দেন। তাই তিনি গত ১৮ মার্চ বাড়ি আসেন। এরপর প্রশাসনের নির্দেশনা অনুযায়ী হোম করেন্টাইন করা হয়। চিকিৎসকরা তাকে না করে দিয়েছিলেন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেছেন, তার জানা মতে ওই নারী ক্যানসার আক্রান্ত ছিলেন। ভারত থেকে চিকিৎসা শেষে দেশে আসেন। এই কারণে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে না পারলেও অধিকতর সুরক্ষার জন্য পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে এবং তাদের আর্থিক অনুদান দেয়া হবে।

সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেছেন, তিনি খবরটি শুনে র‌্যাপিড রেসপন্স টিম পাঠিয়েছেন। তারা রোগীর হিস্ট্রি শুনবে। সে অনুযায়ী আইইডিসিআর-এর সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এলএ)