যশোরে হোম কোয়ারেন্টইনে ২০২৯

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০২০, ২১:৫৯

যশোর জেনারেল হাসপাতালে আইসোলেশনে এক ব্যক্তিকে (৫৪) ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টায় তাকে ভর্তি করা হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় হোম কোয়ারেন্টইনে পাঠানো হয়েছে ১৪৮জন। এ নিয়ে যশোরে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো দুই হাজার ২৯ জনকে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র দেয়া হয়েছে ৭২ জনকে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, যশোর সদর উপজেলার ঝুমঝুমপুরের একব্যক্তি শুক্রবার রাত পৌনে ৮টায় জরুরি বিভাগে আসেন। ডা. সোহানুর রহমান তাকে করোনারি ইউনিটে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ডা. উজ্জ্বল হাসপাতালের আইসোলেশনে পাঠান।

(ঢাকাটাইমস/২৭মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :