করোনাভাইরাসের নামে বাড়ছে হ্যাকিং

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ১০:০৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

করোনাভাইরাস সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গেই COVID-19 নাম ব্যবহার করে হ্যাকিং বাড়তে শুরু করেছে। ফেব্রুয়ারি থেকে COVID-19 নাম ব্যবহার করে হ্যাকিং প্রায় ৬৬৭ শতাংশ বেড়েছে।

করোনাভাইরাস আতঙ্কের সুযোগ নিয়ে COVID-19 -এর নামে ম্যালওয়ার, ফিশিং অ্যাটাকের মাধ্যমে ক্রেডিড কার্ড ও অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। সম্প্রতি Barracuda Networks, নামের এক ক্লাউড সিকিউরিটি কোম্পানি এই তথ্য প্রকাশ করেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইতে জোরদার প্রচার শুরু হয়েছে। সুযোগ বুঝে ইমেল ও অন্যান্য মেসেজের মাধ্যমে COVID-19 নাম ব্যবহার করে গ্রাহকের কম্পিউটারের দখল নেওয়ার চেষ্টা চলছে।

১ মার্চ থেকে ২৩  মার্চের মধ্যে মোট ৪ লাখ ৬৭ হাজার ৮২৫টি ফিশিং ইমেল শনাক্ত করেছে Barracuda Networks। এর মধ্যে ৯ হাজার ১১৬টি ইমেইলে COVID-19 -এর উল্লেখ ছিল। ফেব্রুয়ারি মাসে মোট ১১
৮৮টি ফিশিং ইমেইলে করোনাভাইরাসের উল্লেখ পেয়েছিল কোম্পানিটি। জানুয়ারি মাসে এই সংখ্যাটি ছিল ১৩৭।

করোনাভাইরাস সংক্রমণের মতোই বিশ্বব্যাপী এই রোগের নাম ব্যবহার করে হ্যাকিং চেষ্টা হুহু করে বাড়ছে।

হ্যাকারদের হাত থেকে দূরে থাকতে অজানা সূত্র থেকে পাওয়া যে কোন ইমেইল অথবা মেসেজের মধ্যের লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এজেড)