করোনাভাইরাস

কেনাকাটায় সামাজিক দূরত্ব বজায় রাখবেন যেভাবে

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ১০:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করনোভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়েছে। এতে এক জনের শরীরে ঠাঁই নেয়া ভাইরাস অন্যজনের সংস্পর্শে আসতে পারবে না।

করোনা প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতাও বেড়েছে অনেক। তবুও কেউ কেউ আছেন এটাকে গুরুত্ব দিচ্ছেন না। এজন্য সচেতন মানুষ বাধ্য করছেন সামাজিক দূরত্ব মেনে চলতে।

দেখা গেছে শহরের অনেক জায়গায় দোকানের সামনে তিন ফুট দূরত্বের চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। ক্রেতারা আসলে ওই চিহ্নিত স্থানে দাঁড়াবেন। যেন এক জন অন্য জনের গা ঘেঁষে না দাঁড়াতে পারে। 

এই কাজে ভলন্টিয়াররা মুদি দোকান, স্থানীয় কাঁচাবাজার ও ফার্মেসিগুলোর সামনে মার্কিং করার কাজ করে। দোকান মালিকদের জানানো হয় যে দুইজনের মাঝে ১ মিটার বা ৩ফিটের দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ক্রেতাদের অনুরোধ করতে।

আপনিও আপনার এলাকায় এই কাজটি করতে পারেন। এভাবেই সবাই এগিয়ে এলেই আমরা করনোর সংক্রমণ থেকে বাঁচতে পারবো। সবাই সুস্থ্য থাকি। করোনা মোকাবেলায় এগিয়ে আসি।

ঢাকাটাইমস/২৮মার্চ/এসকেএস/এজেড