স্বাস্থ্যকর্মী মেরী হালদারকে টুপি খুলে সম্মান জানাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১৩:৪৫
মেরী হালদার

আমেরিকায় এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় পাল্লা দিয়ে বাড়ছে। নিউইয়র্ক শহরে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৩৭,০০০ হাজার ছাড়িয়ে গেছে। সারা আমেরিকায় মোট আক্রান্তের প্রায় অর্ধেক। স্বাস্থ্যকর্মীরা নিরলস কাজ করে চলেছেন আক্রান্ত রোগীদের সেবা ও শনাক্তকরণে।

করোনায় আমেরিকার নিউইয়র্ক শহরের ফ্লাশিং হসপিটালের ল্যাবে কর্মরত আছেন মেরী হালদার। তিনি এই হাসপাতালের একজন মেডিক্যাল টেকনোলজিস্ট। তিনি জানিয়েছেন- এ মূহুর্তে নিউইয়র্ক কোভিড-১৯ এর এপিসেন্টার, জানেন আপনারা। আজ একটু আগে আক্রান্ত সংখ্যা ৩৭,০০০ ছাড়িয়ে গেছে।

এই আতঙ্কের ভরকেন্দ্রে থেকেও নিজেকে ঘরবন্দী রাখতে পারছি না। ল্যাবে রক্তের নমুনা পরীক্ষার কাজ করে চলছি নিরলস। করোনা আক্রান্ত রোগীদের এই রক্ত দেওয়া হবে। প্রতি মূহুর্তে আতঙ্ক ও ভয়কে তুচ্ছ করে হাজার হাজার রক্তের নমুনা পরীক্ষা করে চলেছি আমি ও আমার সহকর্মীরা।

আমাদের প্রিয় শহরটিকে আবার সপ্রাণ সারিয়ে তুলব এই প্রত্যাশা নিয়ে কাজ করে চলেছি। ভয়ে সরে আসিনি। বসে থাকতে পারছি না ঘরে।

তিনি আরোও জানান, ভুলে যাবেন না- যথেষ্ঠ পিপিই (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস) কিন্তু নেই আমাদের কাছে। আমেরিকার মত বিত্তশালী দেশেও সম্ভব হচ্ছে না প্রত্যেক স্বাস্থ্যকর্মীর জন্য পিপিই বরাদ্দ করা।

মেরী লড়াই চালিয়ে যাচ্ছেন তার স্বভাব মতো অভিযোগহীন হাসি নিয়েই। নিউইয়র্ক আবার সুস্থ হয়ে উঠবে। আবার হৈরৈ করে তার রাস্তা ভরে উঠবে লক্ষ মানুষের পদচারণায়। মেরীদের জন্যই সেটা হতে পারবে।

এই বাঙালিনী’র জন্য আমরা গর্বিত । মেরী হালদারকে আমরা টুপি খোলা সম্মান জানাচ্ছি। মেরী ও তার সহকর্মীদের জন্য আমাদের শুভকামনা। পৃথিবীর সব প্রান্তের ফ্রন্ট লাইন কর্তব্যকারীদের প্রতি আমাদের ভালোবাসা।

জীবাণুমুক্ত হোক প্রিয় শহর। জীবাণুমুক্ত হোক পৃথিবী।

ঢাকাটাইমস/২৮মার্চ/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

যে পাঁচ সমস্যায় আক্রান্তরা গুড় খাওয়ার আগে একবার ভাবুন, নইলে...

সাজেদুর রহমান শাফায়েতের স্বপ্ন পৃথিবী ঘুরে দেখা

খাওয়ার পরপরই চা পান উপকার না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

জ্বরের মধ্যে যে পাঁচ খাবার খেলেই বিপদ! জানুন, সাবধান হোন

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস রোগীদের! সুস্থ থাকবেন যেভাবে

মুখে দুর্গন্ধের কারণে হা করতেও অস্বস্তি লাগে? সমাধান কী জানুন

লিভার ভালো রাখে লাউ! ওজন এবং উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

কিডনি ভালো রাখে আমের পাতা! উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

ইফতার ও সাহরিতে বাহারি আয়োজন ধানমন্ডির দ্য ফরেস্ট লাউঞ্জে

বারবার ফোটানো চা খেলেই মারাত্মক বিপদ! বাঁচতে হলে জানুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :