হতদরিদ্রদের পাশে ফরিদপুরের ডিসি

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ১৪:০৭

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হতদরিদ্রদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা নিয়ে হাজির হলেন প্রশাসনের কর্তারা। শনিবার দুপুরের ফরিদপুর জেলার সদর উপজেলার কানাপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে এই খাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলীমুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলায়েত ফকির প্রমুখ।

এসময় স্বেচ্ছাসেবী সংগঠন তরুছায়ার কর্মী প্রশাসনের কর্মকর্তাদের সহায়তা করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল- ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি তেল, এক কেজি ডাল, মাস্ক এবং হ্যান্ড সেনিটাইজার।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, জেলার নয় উপজেলায় এক যোগে অতি দরিদ্রদের তালিকা করে আমরা বাড়ি বাড়ি গিয়ে সরকারি খাদ্য সহায়তা দিচ্ছি।

তিনি বলেন, জেলায় প্রথম দিনে ১৬ পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়াও জেলায় ১২৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএ)