বোয়ালমারীতে খাদ্য সামগ্রী পেল দুস্থরা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৪:৪৫ | প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১৪:২৪

ফরিদপুরের বোয়ালমারীতে ‌ঘরবন্দি-কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও পরিষদ। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় আজ শনিবার পৌরসভার নয়টি ওয়ার্ডের ১৮০ জন দুস্থদের মাঝে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি করে ডাল বিতরণ করা হয়।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকার নির্দেশনায় উপজেলায় কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রথম দফায় পৌরসভার ১৮০ জন দুস্থকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১০টি ইউনিয়নের ১৮০০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।

খাদ্য সমাগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন- পৌর মেয়র মোজাফফর হোসেন মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে প্রমুখ।

ঢাকাটাইমস/২৮মার্চ/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :