ডিএমপি কমিশনারের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১৪:৪১

রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন দুই হাজার পাঁচশ ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে ছিন্নমূলদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।

ডিএমপির উপ-কমিশনার (সদর) আনিসুর রহমান ঢাকা টাইমসকে এর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সরকার সারা দেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে সেইদিন পর্যন্ত ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ছিন্নমূলদের মধ্যে এভাবে খাবার সরবরাহ করা হবে।’

জানতে চাইলে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা কমিশনার স্যারের নির্দেশে এরই মধ্যে সকল প্রস্তুতি নিয়েছি। তবে গুলশান এলাকায় ছিন্নমূল মানুষের সংখ্যা খুবই কম। কিছু বস্তিবাসী আছে। সেই এলাকাগুলো অনেক বড়। তাই যারা বাইরে কাজ করতেন তাদেরকে পর্যায়ক্রমে খাবার পৌঁছে দিবো। নতুন বাজার এলাকায় দিনমজুর কিছু মানুষ সব সময় থাকতো। যারা চুক্তিতে কাজ করত যেতো। এই লোকগুলোর এখন কোনো কাজ নেই। তারা খুব অসহায় হয়ে পড়েছে। আমরা প্রাথমিক পর্যায়ে তাদের কথা ভাবছি। আমরা তাদের মাঝে খাবার পৌঁছে দিবো।’

রমনার বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘আমি যতদূর জানি আগামীকাল থেকে এই খাবার বিতরণ শুরু হবে। এ ব্যাপারে ডিএমপি প্রস্তুতি নিয়েছে।’

দুস্থ মানুষের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘এই সময়ে এ ধরনের উদ্যোগ খুবই প্রয়োজন ছিল।’

(ঢাকাটাইমস/২৮ মার্চ/এসএস/এএ/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :