নিউইয়র্কের জনগণের প্রতি রাজুব ভৌমিকের আকুতি

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ১৪:৫৩ | আপডেট: ২৮ মার্চ ২০২০, ১৫:০৭

নিজস্ব প্রতিবেদক ঢাকাটাইমস

করোনাভাইরাসে আমেরিকায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবকিছু এখন লকডাউনের আওতায়। সবাইকে ঘরে অবস্থা করতে বলা হচ্ছে। তারপরেও অনেকে বাইরে চলাফেরা করছেন। নিউইয়র্কে পুলিশবাহিনীতে কর্মরত আছেন বাংলাদেশের ছেলে রাজুব ভৌমিক।

তিনি ফেসবুকে লিখেছেন, বর্তমানে নিউইর্য়কে প্রতি ১৭ মিনিটে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তারপরও আজ রাস্তায় অনেককে চলাফেরা করতে দেখলাম। বুঝলাম বাহিরের তাপমাত্রা তুলনামূলকভাবে অনেক উষ্ণ। কিন্তু এভাবে জীবনের ঝুঁকি নেওয়া অর্থহীন।

আপনারা বাহিরে আসলে আমাদের জীবনের ঝুঁকিও বেড়ে যায়। জনগণের কল্যাণে আত্মত্যাগের ঝুঁকি আছে তা জেনেশুনেই আমরা পুলিশের চাকরি নিয়েছি। কোনো পুলিশ অফিসারই জনগণের কল্যাণে তাদের প্রাণ বিসর্জন দিতে দ্বিধাবোধ করবে না।

কিন্তু একবার ভেবে দেখুন, করোনা আক্রান্ত হলে শুধু আমাদের প্রাণের বিসর্জনই হবে না। ডিউটি শেষে প্রতিদিন আমরা আমাদের বাড়িতে পরিবারের কাছে ফিরে যাই। সব মানুষের মত পুলিশ অফিসারদের পরিবারেও বয়স্ক পিতা-মাতা, দাদা-দাদী, এবং ছোট ছেলে-মেয়ে থাকে। আমরা নিজের অজান্তে তাদেরকেও ইনফেক্টেড করতে পারি।

একটু ভেবে দেখুন। আপনারাও বাঁচুন, আমাদের পরিবারকেও বাঁচতে দিন।

ঢাকাটাইমস/২৮মার্চ/এসকেএস