নীলফামারীতে গণজমায়েত করায় ৫ জনের জরিমানা

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ১৫:১০

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় গণজমায়েত না হওয়ার সরকারি আদেশ অমান্য করার দায়ে পাঁচজনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এ জরিমানা করা হয়।

যাদের জরিমানা করা হয় তারা হলেন উপজেলার উ. বড়ভিটা পশ্চিমপাড়া গ্রামের মজনুর রহমান (৩৮), একই গ্রামের তারিকুল ইসলাম (২৩), মন্থনা মাটিয়ালপাড়ার আবুজার রহমান (৪৫), কালিকাপুর দর্জিপাড়া গ্রামের আনারুল ইসলাম (২৭) ও একই গ্রামের আনোয়ার (৪৮)। ভ্রাম্যমান আদালত প্রত্যেকের ২০০ টাকা করে জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৮মার্চ/কেএম)