জয়পুরহাটে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১৫:২০

করোনাভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়ে তোলা সামাজিক সংগঠন ‘পাশে আছি আমরা’। শনিবার দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান চত্বরে চাল, ডাল, আলু, ওষুধ বিতরণ করা হয়।

কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী তুলে দেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, ‘পাশে আছি আমরা’ সংগঠনের উপদেষ্টা গোলাম হক্কানি, তিতাস মোস্তফা, সভাপতি খ.ম আরাফ রাহমান, সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সিজার, সাগঠনিক সম্পাদক কাওসার হামিদ, অর্থ সম্পাদক তরিকুল শাহরিয়ার নাদিমসহ অন্যরা।

খাদ্য সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার করোনাভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে বলেন, ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন।

(ঢাকাটাইমস/২৮মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :