কঠিন সময়ে শক্ত থাকতে হবে: ডি ভিলিয়ার্স

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ১৫:২৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

প্রাণঘাতি করোনাভাইরাসের ভয়াল থাবায় দিশেহারা পুরো বিশ্ব। প্রতিদিনই মারা যাচ্ছে হাজারো মানুষ। সবাইকে সচেতন করার চেষ্টা চলছে সর্বত্র। করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে বিশ্বের প্রায় সকল দেশই ‘লকডাউন’ অবস্থায় আছে। এর মাঝেও সামাজিক যোগাযোগমাধ্যমে সকলকে সাহস যোগাতে সর্বাত্মক চেষ্টা করছেন ক্রিকেটাররা।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স। তিনি বলেছেন, ‘কঠিন সময়। সবাই সাবধানে থাকুন। দয়া করে সবাই বাসায় থাকুন। নিয়মিত হাত ধুয়ে নিন এবং একে অপরের প্রতি খেয়াল রাখুন। কখনও কখনও কিছু ব্যাপার কঠিন হতে পারে। এটি আপনার মনের জন্য ভালো এবং এটি পার্থক্য বুঝিয়ে দিতে পারে। সবাইকে শক্ত থাকতে হবে।’

(ঢাকাটাইমস/২৮ মার্চ/এসইউএল)