সবাই এগিয়ে এলে করোনা মোকাবেলা সম্ভব: আতিকুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১৬:২৮
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সব বাহিনী এবং সংস্থা মিলে জীবানুণাশক প্রয়োগের মাধ্যমে জীবাণু ধ্বংসের কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

শনিবার রাজধানীর মিরপুর-১৪, ইব্রাহিমপুর ও ভাসানটেক এলাকায় নৌবাহিনীর জীবাণুনাশক ওষুধ স্প্রে কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

আতিকুল বলেন, ‘সবাই এগিয়ে এলে করোনাভাইরাস মোকাবিলা করা সম্ভব। তাই জীবাণু ধ্বংস করার জন্য প্রতিনিয়ত জীবাণুনাশক ছিটাতে হবে। এই প্রক্রিয়া সেনা, নৌবাহিনী, পুলিশ ও সিটি করপোরেশন সবাই মিলে চালিয়ে যেতে হবে। আমরা দেখেছি, একটি পিকআপ ভ্যানে ট্যাংক সেট করে সড়কে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। এছাড়া রিকশা ও ভ্যানে করেও জীবাণুনাশক ছিটাতে দেখেছি।’

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের কথা উল্লেখ করে আতিকুল বলেন, ‘যার যা কিছু আছে, তা নিয়ে করোনাভাইরাস মোকাবিলায় নেমে পড়তে হবে।‘

নৌবাহিনীর কার্যক্রম গুলশান বনানী এলাকার বাসিন্দাদের আত্মবিশ্বাস বাড়াবে উল্লেখ করে তিনি বলেন, ‘শনিবার বিকালে গুলশান-বনানী ডিপ্লোমেটিক জোনে জীবাণুনাশক স্প্রে করবে নৌবাহিনী। এতে করে ডিপ্লোমেটিক এলাকার বাসিন্দাদের করোনা মোকাবিলায় আত্মবিশ্বাস বাড়বে।‘

সবাই সবার সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নাগরিকদের উদ্দেশ্য নবনির্বাচিত মেয়র বলেন, ‘আমরা যেন নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করি।‘

সামনে ডেঙ্গুর মৌসুম জানিয়ে আতিকুল বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না, সামনে কিন্তু এডিস মশার মৌসুম আছে। সুতরাং গত বছর যে কার্যক্রম শুরু করেছিলাম- তিন দিনে, এক দিন, জমে থাকা পানি ফেলে দিন, এটা ফলো করুন। এটি আমাদের অনুশীলন করতে হবে। এরইমধ্যে সিঙ্গাপুর করোনার পাশাপাশি এডিস মশা নিধনের কার্যক্রম শুরু করেছে।’

(ঢাকাটাইমস/২৮মার্চ/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :