জীবানুণাশক ছিটাতে সিটি করপোরেশনকে গাড়ি দিচ্ছে ওয়াসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১৬:৪২

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সড়ক ও জনবহুল স্থানে ক্লোরিং মিশ্রিত জীবাণুনাশক ছিটাতে ঢাকার দুই সিটি করপোরেশনকে গাড়ি দিচ্ছে ঢাকা ওয়াসা। এখন থেকে ওয়াসার ২০টি গাড়ি সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে রাজধানীতে জীবাণুনাশক পানি ছিটাতে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে ওয়াসার উদ্যোগে জীবাণুনাশক ছিটানো কার্যক্রমের পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে। পাড়া-মহল্লার যেখানে জীবাণু থাকার সম্ভাবনা রয়েছে সেখানেই জীবাণুনাশক স্প্রে করার হবে। তাৎক্ষণিকভাবে সিটি করপোরেশন রাজধানীর বিভিন্ন জায়গায় জীবাণুনাশক পানি ছিটানো কার্যক্রম চালাচ্ছে। তবে তাদের গাড়ি কম থাকায় এ কাজের সঙ্গে ওয়াসা যোগদান করছে।‘

মন্ত্রী আরও বলেন, ‘সারা বিশ্বে করোনাভাইরাসের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা থেকে আমাদের রক্ষা পেতে হবে। তার জন্য প্রয়োজন সচেতনতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনসচেতনতায় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতারা নিরলস কাজ করে যাচ্ছেন।‘

যে সকল স্থানে এখনো জীবানুণাশক ছিটানো হয়নি, ‘সেসব স্থানেও ক্লোরিং মিশ্রিত জীবানুণাশক ছিটানো হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিভিন্ন স্থানে হয়তো এখন পর্যন্ত জীবাণুনাশক পানি ছিটানো হয়নি। আমাদের পূর্বপ্রস্তুতি না থাকার জন্যই এমনটা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা যতটা সম্ভব সতর্ক আছি এবং এ কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। সিটি করপোরেশনও দায়িত্ব পালন করছে এবং আমি নিজে তা পরিদর্শন করেছি। আল্লাহর অশেষ রহমতে আমরা এ সংকট মোকাবিলা করতে পারব বলেই বিশ্বাস করি।‘’

এছাড়া ঢাকা ওয়াসার উদ্যোগে রাজধানীর ৫০টি স্থানে হাত ধোয়ার জন্য সাবান-পানির ব্যবস্থা রাখা হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাসকিন এ খান ও ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৮মার্চ/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :