টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৬

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ১৭:৫৪

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রাক উল্টে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়ার ধুপচাচিয়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আলিফ (৪৫), একই জেলার আনছার আলীর ছেলে দেলোয়ার হোসেন বাবু (৩০), রংপুর জেলার ষটিবাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩০) এবং টাঙ্গাইলের গোপালপুরের বাসিন্দা জুলহাস (৫০)। এছাড়াও নিহত দুই যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামাল হোসেন জানান, শনিবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে ট্রাকটি রাস্তার মাঝে উল্টে যায়। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রাকটির ছাদে থাকা পাঁচজন নিহত হয়। এই ঘটনায় আহত আরও ১১ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

তিনি জানান, হতাহতরা সবাই নিন্ম আয়ের মানুষ। করোনা আতঙ্কে গণপরিবহন না থাকায় তারা ট্রাকের ছাদে করে বাড়ি ফিরছিলেন।  

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। এ সময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়া পাঁচজনকে মৃত ও ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পরে আরো এক যাত্রীর মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসাপাতালের আবাসিক চিকিৎসক ডা. সজিব জানান, চিকিৎসাধীন দশ জনের মধ্যে চারজনের অবস্থাই আশঙ্কাজনক। আহত ১১ জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এখন বাকি ১০জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/কেএম)